চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার আবু সৈয়দ দিলজার হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমনে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের বিভিন্ন মনোরম পরিবেশ উপভোগ করেছেন।
তিনি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় দেউন্দি চা বাগানে আসেন এবং চা বাগানের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ ফুল মিয়া, মোঃ আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার আবু সৈয়দ দিলজার হোসেনের পরিবারের সদস্যবৃন্দ।