নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতের তাঁরে জড়িয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে চুনারুঘাট পৌর শহরের ধলাইরপাড় এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
শুক্রবার সকাল ১১টায় আব্দুর রাজ্জাক তার বাড়ির পাশে একটি বাঁশ ঝারে বাঁশ কাঁটতে গেলে তাৎক্ষণিক বিদ্যুতের তাঁরের সাথে জড়িয়ে পড়ে।
আশপাশের লোকজন দেখে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসকে খবর দিলে দ্রুত পল্লী বিদ্যুতের লোকজন এসে বিদ্যুতের লাইন বন্ধ করে দিলে আব্দুর রাজ্জাক বাঁশ থেকে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের তাঁরটি গত রাতে কোন একসময় ছিড়ে বাঁশের উপর পড়ে যায় এবং আব্দুর রাজ্জাক সকালে বাঁশ কাঁটতে গেলে এতে জড়িয়ে পড়ে।