হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, নারী নির্যাতন ও হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১১ আসামীকে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত সদর থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী ও মির্জা মাহমুদুল করিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হল রিপন মিয়া, সুজন মিয়া, কলমদর মিয়া, রুহুল আমিন, সবুজ মিয়া, আজগর আলী, আব্দুল আজিজ, জুনাব আলী, মোবারক, আজিদ মিয়া ও মোজাম্মেল হক। গতকাল বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।