চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ চা বাগানের ফলন্ত চায়ের গাছ কেঁটে ফেলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
অভিযোগের বিবরণে জানা যায়, গত শনিবার গভীর রাতে উপজেলার লালচান্দ চা বাগানের ৬ সি শহীদ মিনার এরিয়া চা বাগানের প্রায় ১শ’ চারা গাছ দা দিয়ে কেঁটে ফেলে রইছ উল্লার পুত্র সাবেক চকিদার মিজান মিয়া।
এ ঘটনায় রবিবার বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ ফরিদউদজামান বাদী হয়ে চুনারুঘাট থানায় ১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। বাগান সূত্রে জানা যায়, সাবেক চকিদার মিজান ৪/৫ বৎসর পূর্বে উক্ত বাগানের চকিদার হিসেবে কাজ করে আসছিল।
চকিদার মিজান বিভিন্ন দূর্নীতি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় বাগান কর্তৃপক্ষ তাকে কাজ থেকে বাতিল করে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত শনিবার গভীর রাতে চকিদার মিজান মিয়া লালচান্দ চা বাগানের ভিতরে প্রবেশ করে প্রায় ১শ’ চায়ের চারা গাছ কর্তন করে।
এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ মিজান মিয়াকে বাগানে আসার কথা বললে সে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছে। লালচান্দ চা বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ ফরিদউদজামানের সাথে থানায় আলাপকালে জানা যায়, কিছু বাগান শ্রমিক স্বাক্ষীদেরকে নিয়ে থানায় কর্তন করা ১শ’ চারা গাছের আঁটি বেধে থানায় নিয়ে আসেন। রবিবার সন্ধ্যার দিকে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নূরুল ইসলাম ফলন্ত চায়ের গাছ কর্তনের কর্মকান্ড দেখে অপরাধীদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।