চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সাবিনা আলম। গতকাল বৃহস্পতিবার সকালে প্রথমে চুনারুঘাট পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিনা আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজলসহ কাউন্সিলরবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরা, সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা আক্তার, পৌর সচিব মোবারক হোসেন, প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, তাহির মিয়া, বাচ্চু মিয়া চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু চুনারুঘাট পৌরসভায় দীর্ঘদিনের যানঝট সমস্যা এবং মরা খোয়াই নদীতে প্রযুক্তি সমৃদ্ধ ইকো পার্কে বিষয়ে উপস্থাপন করেন। পরিদর্শনকালে সাবিনা আলম বলেন, যানঝট মারাত্মক ব্যাধি। জনসাধারণের মূল্যবান সময় নষ্ট করে। জনসাধারণের স্বাভাবিক হাঁটাচলার ব্যাহত হয়। সংলিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে তিনি বলেন, যানঝট মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। মরা নদীতে (খোয়াই) ইকো পার্ক নির্মাণে প্রক্রিয়াধীন।
পৌরসভা পরিদর্শন শেষে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও ইউপি সদস্যদেও নিয়ে মতবিনিময় সভা করেন। পরে গাভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাবা সাবিনা আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারা সিরাজাম মুনিরা, ইউপি চেয়ারম্যান নুরুল মোনীম চৌধুরী ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক প্রমুখ।