মোস্তাক তরফদার মাসুম, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাটে মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটার প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ মাষ্টারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র দেব, আমুরোড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আলাউদ্দিন, মিরাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার, আলহাজ্ব মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, পঞ্চাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক চৌধুরী, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটার সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমদ তরফদার মাসুম, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমদাদুল হক চৌধুরী, মিরাশী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক মোঃ সাইফুর রহমান, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া, গাজীপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক চিত্তরঞ্জন ধর, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটার প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়ালকে সভাপতি, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছামাদ আজাদকে সাধারণ সম্পাদক ও ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইমদাদুল হক চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৭-২০১৮ দ্বিবার্ষিক সনের ৫১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, বৈশাখী ভাতা প্রদান, ৫% বর্ধিত বেতন সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন এবং সরকারের নিকট দাবি পূরণের দাবি জানান।