খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে : চুনারুঘাটে তিন দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় পৌর শহরের র্যালী শেষ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (চুনারুাঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী।
র্যালী ও উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, চুনারুঘাট হাসপতালের টিএইচও দেবাশীষ দেবনাথ, থানার অফিসার ইনচার্জ কেমএম আজমিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আঃ রশিদ, পৌর আওয়ামীলীগ সভাপতি তাহির মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মোতাব্বীর হোসনে, যুগ্ন-সম্পাদক আনোয়া আলী, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ন-সম্পাদক ফারুক মাহমুদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, উপজেলা কৃষলীগ সেক্রেটারী মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।
এ মেলায় ১৫টি স্টল এবং ৩দিন পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন রকমের গাছ পাওয়া যাবে।