ফারুক মাহমুদ, চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাটে ৭ দিন ব্যাপী কৃষি মেলার উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় চুনারুঘাট পৌর শহরে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে ফলজ বৃক্ষ মেলা উদ্ভোধন করেন চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, এমপি এডভোকেট মাহবুব আলীর ব্যক্তিগত সহকারি মোছাব্বির হোসেন বেলাল, যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ, সমকাল প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার মাসুক মিয়া, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংবাদিক রায়হান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
উদ্ভোধন শেষে প্রধান অতিথি এডভোকেট মাহবুব আলী এমপি ও অন্যান্য অতিথিরা ফলজ বৃক্ষ মেলা স্টলগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মোস্তফা শহীদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দরা।