চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিষধর সাপের কামড়ে সুলতানা আক্তার (২০) নামে এক যুবতীর মত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ১২টার দিকে এঘটনাটি ঘটে। সে উপজেলার রহিমপুর গ্রামের আঃ রহিমের কন্যা।
স্থানীয় সূত্রে জানাযায়, সুলতানা আক্তার বাড়ির পাশ্ববর্তী এক নালায় মাছ ধরতে যায়। তখন বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড় দেওয়ার পর সে ছটপট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে দ্রুত চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করে দেয়।হবিগঞ্জ যাওয়ার পথে সুলতানা আক্তারের মৃত্যু হয়।
সুলতানা আক্তারের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।