মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারে লাইসেন্স ছাড়া অবৈধভাবে স্পিরিট বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ জুলাই) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনতলা বাজারের জুবায়ের হার্ডওয়্যার ও নিতাই গ্লাস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উভয় দোকান থেকে ৫০ লিটার করে স্পিরিট জব্দ করা হয়।
অভিযানকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম উপস্থিত ছিলেন।