চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ৪দিন ব্যাপী আন্তঃ স্কুল মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
গত ৪ দিন ব্যাপী চুনারুঘাট উপজেলার ডিসিপি হাই স্কুল মাঠ, অগ্রণী হাই স্কুল মাঠ ও চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা চলে।
রবিবার বিকাল ৫টায় চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ডিসিপি হাই স্কুল ও রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়। খেলায় ট্রাইবেকারে রাজার বাজার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পরে পুরস্কার বিতরণী সভায় ডিসিপি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
আব্দুস ছামাদ আজাদ মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, অধ্যক্ষ মোঃ রফিক আলী, অধ্যক্ষ এ.কে আফছার আহমদ তালুকদার, অধ্যক্ষ ফজলুর রহমান তরফদার আবিদ, আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান আনিছ, নূরুল ইসলাম মাস্টার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, নৃপেন্দ্র রঞ্জন শর্ম্মা, জামাল উদ্দিন মাস্টার, সাইফুর রহমান মাস্টারসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।