নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলের সোয়াইয়া গ্রামে ৩টি ঘর পুড়ে চাই হয়েগেছেএতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ,ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে।
জানা যায়,বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের কাছুম আলী,দিদার আলী ও মহিবুর রহমানের ঘরে হঠাৎ করেই আগুণের সূত্রপাত ঘটে।
এসময় বাড়ীর মহিলারা সুরচিৎকার শুরু করে তাহদের সুরচিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে আগুণ নেবানোর চেষ্টা করে,পরে এঘটনার খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুণ নেবাতে সক্ষম হয়।
খবর পেয়ে সেখানে ছুটে যায় ৩ নং সাতকাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়া তালুকদার,স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাব উদ্দিন সহ এলাকার শত শত মানুষ,একটি সৃত্র জানায়,বিদ্যুৎ এর স্রশ্ট থেকেই আগুণের সূত্রপাত ঘটেছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ও এলাকাবাসী জানান কাছুম আলীর ঘরে থাকা ধান ও ঘরের বিভিন্ন মালামাল আগুণে পুড়ে চাই হয়ে গেছে এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।দিদার আলীর প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মহিবুর রহমানের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এঘটনায় তাহদের ঘরের সব মালামাল পুড়ে চাই হয়েগেছে,ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন কোলা আকাশের নিচে রয়েছেন বলে জানা গেছে।
এব্যাপারে ইউ,পি চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই ৩টি পরিবারের সবকিছু পুড়ে চাই হয়েগেছে তাহদের অবস্থা খুব কারাপ আমি তাহদের পরিবারের লোকজনকে কিছু শাড়ী লঙ্গী বিতরণ করেছি।