হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রাম থেকে হত্যা মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর থানার এসআই অরূপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রাজিউড়া গ্রামের মৃত রুসমত আলীর পুত্র বাচ্চু মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)।
পুলিশ জানায়, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর রাজিউড়া গ্রামের ফজল মিয়াকে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় রুসমত আলীর পুত্র সুরত আলী বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামী বাচ্চু মিয়া ও কাজল মিয়া।