মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক যুবতিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের মামলায় আশিষ সরকার(২২) এখন শ্রীঘরে। সে পৌর শহরের নোয়াগাঁও গ্রামের রুহি দাশ সরকারের ছেলে। সোমবার সকালে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবানি দাশ সত্যতা নিশ্চিত করে জানান, পিতা মাধবপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করলে পুলিশ রোববার দুপুরে আশীষ সরকার কে গ্রেফতার করে। সোমবার দুপুরে যুবতীকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।