চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ইয়াবা ও ভারতীয় হুইস্কিসহ কামাল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার পনারগাও গ্রামের সিরাজ আলীর ছেলে।
জানা যায়, পৌর এলাকার স্থানীয় জনতা সন্দেহ জনক ভাবে এক মাদক ব্যবসায়ীকে আট করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কামাল মিয়ার দেহ তল্লাশী করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে থানা নিয়ে আসে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান দৈনিক শায়েস্তাগঞ্জকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বলেন, তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।