আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল ও বহনকারী একটি প্রাইভেট কার উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি৫৫ ব্যাটলিয়নের কমান্ডিন অফিসার মাসুদুদ জামান চৌধুরী জানান,৩১ আগস্ট বিকাল ৫ঃ৩০ মিনিটে বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থা ও সিভিল সোর্সের সংবাদের মাধ্যমে একদল বিজিবিকে নিয়ে উপজেলার আমু চা-বাগানস্থ কল ঘর নামক স্থানে অভিযান চালান, বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের কমান্ডার সুবেদার আঙ্গুর মিয়া।
এ সময়, বিজিবির আঁচ পেয়ে ব্যবসায়ী ও চালক পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল ও বহনকারী প্রাইভেট কার ঢাকা মেট্রো খ ১২-৪২৬৫কে উদ্ধার করেন। যার সীজার মূল্য ১৮ লক্ষ ৩৬ হাজার ৮শ ১০ টাকা।