নিজস্ব প্রতিনিধি : নিখোঁজ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি ও মাধবপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক হোসাইন মোঃ রফিক কে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ তাকে বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে উদ্ধার করেন।
বর্তমানে তিনি তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুক্তাদির হোসাইন।
প্রসঙ্গত. গত মঙ্গলবার (২৯ আগস্ট) তার পিতা জজ মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করেন, সোমবার রাত ১০টার দিকে স্থানীয় তেলিয়াপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন রফিক। কিন্তু তিনি বাড়িতে ফিরে আসেন নি। মঙ্গলবার তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি বাড়ির পাশে পাওয়া গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোন দুটিও বন্ধ ছিল।