নবীগঞ্জ প্রতিনিধি : আজ শনিবার বেলা ২ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া- সর্দারপুর যুব সংঘের উদ্যোগে অনুষ্টিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ( প্রতিযোগিতা)। সাকুয়া এলাকায় স্থানীয় শাখাবরাক নদীতে অনুষ্টিত উক্ত ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মহিষ চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, অফিসার ইনর্চাজ নবীগঞ্জ থানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক প্রমূখ। সভাপতিত্ব করবেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন।