স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার ওসির হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রী।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নির্দেশে এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ শরীফপুর গ্রামে গিয়ে বাল্য বিবাহ পন্ড করে দেয়।
পরে ওই ছাত্রীর পিতা ইসহাক আলীকে আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিগণ থানায় এসে ওই ছাত্রীর সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে তার পিতাকে ছাড়িয়ে নিয়ে যান।
জানা যায়, সুলতানশী গ্রামের নুর মিয়ার ছেলে মামুন মিয়ার (২২) সাথে শরীফপুর গ্রামের ইসহাক আলীর কন্যা মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী পপি আক্তার (১৩) এর বিয়ে ঠিক করা হয়। গতকাল শুক্রবার ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। বর আসার আগ মুহুর্তে পুলিশের কাছে বাল্য বিয়ের খবর আসে। পুলিশ তাৎক্ষনিকঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ পন্ড করে এবং তার পিতাকে আটক করে থানায় নিয়ে আসে। কনের পিতা আটকের খবর শুনে বর মামুন বরযাত্রীসহ পালিয়ে যায়।