মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে নুরুন্নাহার বেগম (২৫) নামের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সালাউদ্দিন (৩২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার দেবনগর গ্রামের হাবিবুর রহমান হিরনের ছেলে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনা স্বীকার করেছে।
জানা যায়, প্রায় ৪ মাস আগে শ্বাসরোধ করে সালাউদ্দিন তার স্ত্রীকে হত্যা করেন। ঘটনার পর নিহত স্ত্রী নুরুন্নাহারের ভাই তাজন মিয়া বাদী হয়ে জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে রাজধানী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মাধবপুর থানার কাশিম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্ এসআই মনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে সালাউদ্দিনের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার দিন রাতে দাম্পত্য কলহের জের ধরে নুরুন্নাহারের সঙ্গে তার ঝগড়া হয়।এর এক পর্ায়ে সালাউদ্দিন নুরুন্নাহারকে শ্বাসরোধ করে হত্যা করে।