নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা শহরে ভূক্তা অধিকার আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের চেধুরী বাজার এলাকায় জাতীয় ভূক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের
হবিগঞ্জের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আল আমিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ওয়াসিম ফার্মেসীকে ৩ হাজার, জালাল ড্রাগ হাউজকে ৩ হাজার ও কলায় স্পীরিট দেওয়ার অভিযোগে পুরাতন খোয়াই মুখ এলাকায় আফিল উদ্দিনের কলার আড়তকে ২৫ হাজার টাকাসহ ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।