নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের গাঁজার আসর থেকে ৫ গাঁজাসেবীকে আটক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানাযায়, সোমবার বিকালে বহুলা গ্রামের শাহ হোসেন আলীর বাড়িতে বসে গাঁজা সেবন করছিলেন একদল মাদক ব্যবসায়ী। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে ৫জনকে আটক করে।
আটককৃত ৫ জন মাদকসেবীরা হলেন, বহুলা গ্রামের ফিরুজ আলীর ছেলে হোসেন আলীকে ৫ হাজার, একই গ্রামের আকবর আলীর ছেলে আইয়ূব আলী, ছেরাগ আলীর ছেলে নানু মিয়া, লস্করপুর পশ্চিম পাড়ার ফজলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও মোহনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুস সালামকে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় গাঁজা সেবনের বিভিন্ন উপকরনও জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের সাথে উপস্থিত ছিলেনমাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক সিদ্দিকুর রহমান।