মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার আন্দিউড়া-বানেশ্বর সড়কের পাশে তালবীজ বপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এডভোকেট মাহবুব আলী।
মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তালবীজ বপন উদ্বোধন উপলক্ষে মাধবপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যও রাখেন এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ফজলুর রহমান, অতিরিক্ত সহকারী উপ পরিচালক ইলিয়াছ মজুমদার, কাজী মজিবুর রহমান প্রমুখ।
কৃষি কর্মকর্তা জানিয়েছেন, উল্লেখিত সড়কে ২ হাজার তালবীজ বপন করা হবে। এ ছাড়া দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ মাধবপুরের বিভিন্ন এলাকায় ১০ হাজার তালবীজ বপন করবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদু মিয়া।