মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সোনিয়া খাতুনের বাল্যবিবাহ প্রতিরোধ করায় যুক্তরাষ্ট্রস্থ চুনারুঘাট এসোসিয়েশন , ইনক, (ইউএসএ) ও পদক্ষেপ গণপাঠাগারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২.৪৫ মিনিটে পাঠাগার ভবনে ১৪ জন বীর কন্যা ছাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এদিকে পাঠাগারের পক্ষ থেকে সাবেক ইউএনও সিরাজাম মুনিরাকে বিদায় সম্ভাষণের একটি ক্রেষ্ট উপহার দেওয়া হয় । জাতীয় সংগীত গাওয়ার পর চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্রে দেবের সভাপতিতে ও পদক্ষেপ গণপাঠাগারের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুরুউদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাটের সদ্য বিদায়ী ইউএনও সিরাজাম মুনিরা।
সংবর্ধণা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও তাহমিনা আক্তার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গণপাঠাগারের উপদেষ্টা মোঃ জামাল হোসেন লিটন, যুক্তরাজ্য প্রবাসী সাথি মুক্তাদির কৃষান চৌধুরী, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মনিরুল ইসলাম জুয়েল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল,নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খাঁন, সমাজকর্মী ও শিক্ষক কাউসার খসরু, পদক্ষেপ গণপাঠাগারের সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মিলন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসার আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহুমুদুল হাসান ফিরোজ, আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সদস্য জাহিদুল হক রিপন, সিরাজুর রহমান, হোসাইন সায়েম,সেলিম তালুকদার, রুবেল তালুকদার, পাঠক সদস্য তাহজিবুল হাসান বিজয়,ওমর ফারকসহ ছাত্রীদের অভিভাবক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যায়নরত সৃষ্টি, অনন্তা ,উপমাসহ ১৪ জন ছাত্রীদের দু:সাহসিক পদক্ষেপে তাদের সহপাঠিনী সোনিয়া খাতুনের বাল্যবিবাহ বন্ধ করে দেন সদ্য বিদায়ী ইউএনও সিরাজাম মুনিরা।