চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি : চুনারুঘাটে এই প্রথম চা-শ্রমিকরা জাঁকজমক পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করা হয়েয়ে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমু চা-বাগানের মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ আরিফুল হাই রাজিবের সহযোগিতায় ও লস্করপুুর ভ্যালীর চা-শ্রমিকদের উদ্যোগ কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় চা-শ্রমিক ইনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক নৃপেন পাল, হবিগঞ্জ আদিবাসী ফোরামের সভাপতি স্বপন সাঁওতাল, সেক্রেটারি কাঞ্চন পাত্র, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হাছন আলী, চুনারুঘাটের সমাজসেবক ও ব্যবসায়ী জাকির হোসেন পলাশ, আহম্মদাবাদ ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, লস্করপুর ভ্যালির সহ-সভাপতি বিজলা কানু, সাবেক ভ্যালি সেক্রেটারি যুবরাজ ঝড়া, আমু চা-বাগানের সভাপতি হলেন কর্মকার, লস্করপুর ভ্যালি প্রতিনিধি অনুরুদ বারাইক, আইএসডিও এর সাংগঠনিক সম্পাদক গোপী তাঁতি, আমু চা-বাগানের কর্মী সীমা গোয়ালা, বাংলাদেশ চা-জনগোষ্ঠী ছাত্র যুব পরিষদের সদস্য সচিব রিগান কুমার কানু, হরিমোহন ঘোষ, স্বপন গোয়ালা প্রমুখ।