শংকর শীল,চুনারুঘাট(হবিগঞ্জ)থেকেঃ সারা দেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে শারদীয় দূর্গোৎসব। এ উপজেলায় ৭৭ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দূর্গোৎসব।
এদিকে উপজেলার হাতুন্ডা বাসুদেব বাড়ি পূজা মন্ডপ, কিশোর সংঘের পূজা মন্ডপ, চন্দনা হিন্দু মহাজোটের পূজা মন্ডপ, মধ্য বাজারে রামকৃষ্ণ পালের বাসায় পূজা মন্ডপ, ডাঃ স্বদেশ রঞ্জন সরকারের বাসায় পূজা মন্ডপ ও প্রয়াত নিরঞ্জন দাসের বাসায় পূজা মন্ডপ, উওর বড়াইল গ্রামে ডাঃ কালিপদ আচার্যের বাসায় পূজা মন্ডপ, পশ্চিম বড়াইল জয়মা কল্যাণ সংঘ,বাঘমারা (মাগুর উন্ডা) রাধা গোবিন্দ পূজা মন্ডপ, দেওরগাছ ষাড়েরকোণা জাগ্রত যুব সংঘ, গাভীগাও শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির,রুপসপর মহাদেব বাড়ি যতীন্দ্র দাশের বাসায় পূজা মন্ডপ, একডালা রমাকান্ত দেবরায়ের বাসায় পূজা মন্ডপ, জয়নাবাদ ডাঃ মনোরঞ্জন পাল চৌধুরী
বাসায় পূজা মন্ডপ, নালুয়া পূর্বটিলা দূর্গা মন্দির, আমকান্দি রাধাকৃষ্ণ যুব সংঘ, সাতছড়ি চা বাগান ত্রিপুরা বস্তি পহর পূজা মন্ডপ, রানীগাও শ্রীশ্রী কৃষ্ণ মন্দির, চাঁন্দপুর চা বাগান মন্দির, বেগমখান চা বাগান মন্দির, রামগঙ্গা চা বাগান মন্দির, লস্করপুর চা বাগান মন্দির সহ উপজেলার বেশকয়েকটি পূজা মন্ডপে ঘুরে দেখা যায়, ধর্মীয় ভাবগাম্ভীর্যে মাধ্যমে পালিত হয়েছে শারদীয় দূর্গোৎসব।
৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা হয়েছে। এ পূজায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।