আবুল হাসান ফায়েজ,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ৭৩ বোতল মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে এ মাদক জব্দ করা হয়।বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, ভোরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার নজরুল ইসলামসহ একদল বিজিবি সদস্য ১৬নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
একইদিন ভোরে হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজসহ বিজিবি সদস্যরা ধর্মঘর এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৭০ হাজার ৫শ’ টাকা।