চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর গ্রাহকের মৃত্যুদাবী চেক প্রদান কর হয়েছে।
শুক্রবার সদর ইউনিয়নের চাঁদভাঙ্গা বাজারে মরহুম মালেক মিয়ার স্ত্রী ছাখিয়া খানমের হাতে মরনোত্তর বীমা দাবী চেক তুলে দেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এমপি।
চেক বিতরণ পূর্বে আলোচনা সভায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের হবিগঞ্জ জেলার ব্যবস্থাপক ও জেলা ইনচার্জ শেখ আহাম্মদ আলীর সভাপতিত্বে ও একাউন্স অফিসার মাওলানা আব্দুল কাদিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র ডিজিএম ও সিলেট বিভাগীয় ইনচার্জ কল্যাণ ব্রত তালুকদার। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইছ উল্লা, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আকবর মেম্বার, সাংগঠনিক সম্পাদক মরতুজ আলী সর্দার, আওয়ামীলীগ নেতা ফুল মিয়া, মন্নান মিয়া, ছাবু মিয়া, মুড়ারবন্দ মাজারের খাদেম ভিংরাজ মিয়া, জলিল মিয়া, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি শহীদ উদ্দিন জুসনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শায়েরা খাতুন, সেফুল আক্তার, আব্দুল আলী মেম্বার, ফরশ আলী মেম্বার, ডাঃ আব্দুস শহীদ, কদ্দুছ মাস্টার প্রমুখ।
উল্লেখ্য, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক মরহুম মালেক মিয়া মারা যান। তার মৃত্যুর পরে কোম্পানী বীমার চুক্তি মোতাবেক ১ লক্ষ ১৯ হাজার ২’শত ৮৪ টাকা প্রদান করা হয়।