কামরুজ্জামান আল রিয়াদ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হোটেল রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকাল সাড়ে ৫ টায় রেল স্টেশনের পাশে অবস্থিত নারিকেল পাতা ও মুসলিম রেষ্টুরেন্ট এ প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন হবিগঞ্জ জেলার ইউএনও এটিএম আজারুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে অবস্থিত হোটেল রেষ্টুরেন্ট গুলো অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন করার অপরাধে নারিকেল পাতাকে ৩ হাজার টাকা ও মুসলিম হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রতিষ্ঠানের মালিকদেরকে সতর্ক করে দেওয়া হয়।ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে শায়েস্তাগঞ্জ থানার এসআই সামিউল ইসলাম ও একদল পুলিশ।