মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামের ৬৭টি পরিবারে মধ্যে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী এ সংযোগের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লী বিদ্যুতের নয়াপাড়া জোনালের ডিজিএম ফকির শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহেদ খান, মহিউজ্জামান হারুন, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের পরিচালক মিজানুর রহমান চকদার, আওয়ামী লীগ নেতা নাছির খান, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল খান।