রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ রবিবার বিকেলে হবিগঞ্জে জেএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেছে ‘সন্ধান’ নামে একটি এতিয্যবাহী সামাজিক সংগঠন।
এ উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠান। সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান হাসান এর সভাপতিত্বে এবং মাহাদী হোসাইন এর সঞ্চালনায় জেলা সুরবিতান ললিতকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার এবং হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক হবিগঞ্জের বানী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, মাহবুবুর রহমান সানী। এছাড়া আরও বক্তব্য রাখেন, শেখ সংস্কৃতি কর্মী উসমান গণি রুমী, রায়হান আলম তালুকদার ও জেএসসি পরীক্ষার্থী মাহবুব আাক্তার বিথী। এসময় হবিগঞ্জ বি,কে,জি,সি গভঃ গালস্ হাই স্কুল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে আসন্ন জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এমন একাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরন তুলে দেয়া হয়।