মোস্তাক তরফদার মাসুম, চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার গোগাউড়া দাখিল মাদ্রাসায় এ মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক মোঃ রাসেল আহমদ, গোগাউড়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ডেন্ট আলী মোহাম্মদ চৌধুরী। এ কর্মশালায় এ মাদ্রাসার ১৫জন শিক্ষক শিক্ষিকাকে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা বিষয়ক ইন হাউজ ট্রেনিং প্রদান করা হয়।