চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার চিমটিবিল সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল মদ উদ্ধার করা হয়। জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে চিমটিবিল সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার জয়েন উদ্দিনসহ একদল বিজিবি অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী কে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।