মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ শহরের গোপীনাথপুর পুকুর পরিদর্শন করেছেন বাপা হবিগঞ্জের নেতৃবৃন্দ। স্থানীয় পত্রিকায় পুকুরটি দখল ও ভরাটের বিষয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বাপা নেতৃবৃন্দ পুকুরটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ পুকুর ভরাট নিয়ে বাপা নেতৃবৃন্দের নিকট নানা অভিযোগ তুলে ধরেন। ঐসময় বাপা নেতৃবৃন্দ পুকুরটি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগসহ নাগরিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
গতকাল রবিবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় বাপা হবিগঞ্জ শাখা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুকুরটি পরিদর্শন করেন।
প্রতিনিধিদলে ছিলেন বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সদস্য আলাউদ্দিন আহমেদ ও এডভোকেট বিজন বিহারী দাস। এসময় উপস্থিত ছিলেন নায়াবের পুকুর সংরক্ষণ কমিটির সমন্বয়ক আব্দুর রকিব রনি, মোঃ আবু সাঈদ বিপ্লব, স্বপন কুমার মজুমদার, বিপ্লব রায় সুজন, নিতেন্দ্র সুত্রধর, সুধাংশু পাল, রঞ্জিত পাল প্রমুখ। পরিদর্শনকালে বাপা নেতৃবৃন্দ দেখতে পান পুকুরের তিনপাড় ভরাট ও দখল হয়ে গেছে।
পুকুরের পূর্বদিকে ঘর-বাড়ি নির্মাণ করে নিজের আয়ত্বে নিয়েছেন জনৈক প্রভাবশালী। বাপা নেতৃবৃন্দকে এলাকাবাসী জানান, জনৈক প্রায় ২০ বছর পূর্বে মাছ চাষের জন্য হবিগঞ্জ পৌরসভা থেকে পুকুরটি লীজ নেয়। পরবর্তীতে বিভিন্ন কৌশলে পুকুরটি তার দখলে নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে ফেলে। পুকুরটিতে ময়লা আবর্জনা ও মাটি ফেলে ফেলে দিন দিন ভরাটের অংশ বৃদ্ধি করাসহ পুকুরটিকে নোংরা করে ফেলেছে। এলাকাবাসী দৈনন্দিন কার্যক্রমে পুকুরটি ব্যবহার করতে পারছেন না। পুকুরটি দখলমুক্তসহ সংরক্ষণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।