রফিকুল হাসান চৌধুরী তুহিন॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জাতির জনকের কন্যা শেখ হাসিনা সরকার কর্তৃক সারাদেশে উন্নয়ন, অর্জন ও ভাবনা সংক্রান্ত এক উদ্বুদ্ধকরন সমাবেশ হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদ সংলগ্ন কালাউক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সংশ্লিস্ট বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস।
সংশ্লিষ্ট তথ্য অফিসের কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বামৈ ইউপি চেয়ারম্যান এনামুল হক। এতে প্রধান অতিথি ছিলেন, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফজুলর জাহিদ পাবেল। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান মুসফিউল আলম আজাদ, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিটিভি’র প্রতিনিধি আলমগীর খান সাদেক, অতিরিক্ত জেলা তথ্য অফিসার সাইফুল আলম, রেজা উদ্দিন দুলদুল, আব্দুল মতিন মাষ্টার প্রমুখ।
সমাবেশে বক্তারা, বর্তমান সরকার কর্তৃক গৃহিত সকল উন্নয়ন এবং ডিজিটালাইশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তনের কথা তুলে ধরে তা অক্ষুন্ন রাখতে জনগনের সমর্থন চাইলে হাত তুলে তারা শেখ হাসিনার প্রতি অকুন্ঠ ভালবাসার পরিচয় দেন। পরবর্তীতে সংশ্লিস্ট স্কুলের শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন বয়সী সহ¯্রাধিক জনতার উদ্দেশ্যে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে উন্নয়ন ও ভাবনা শীর্ষক সঙ্গীত পরিবেশ করে কিশোরগঞ্জ থেকে আগত শিল্পীরা।