শংকর শীল,চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় উৎসব অঙ্গনে পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি প্যানেল স্পীকার এডভোকেট মাহবুব আলী।
১৮ নভেম্বর শনিবার সন্ধ্যা ৫.৩০ মিঃ সময় এডভোকেট মাহবুব আলী এমপি এ উৎসব অঙ্গনে অংশ গ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন- চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু,চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,২নং ওয়ার্ড কমিশনার মোঃ আবদুল হান্নান, প্রনয় পাল, বিধান পাল, বড়াইল আখড়া কমিটির সভাপতি শচীন্দ্র চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক বলাই কর, সাংবাদিক শংকর শীল, অমিয় দত্ত, ডাঃ কালিপদ আচার্য্য, বিজয় আচার্য্য, স্বপন চন্দ্র শীল, সজল ঘোষ প্রমুখ।