চুনারুঘাট থেকে সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের কিছু তরুণের উদ্যোগে গড়ে উঠা যুব সংঘ ‘দেওরগাছ সমবায় সমিতি’র পক্ষ থেকে দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের পরীক্ষায় প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ ১৮ নভেম্বর(শনিবার) সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয় থেকে তাঁদের বিদায় অনুষ্ঠানে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি বিশিষ্ট্য সমাজসেবক জনাব মুজিবুর রহমান স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষী রাণী দেবী, সহকারী শিক্ষিকা রুবী রাণী দেবী,অঞ্জলী দেব; ম্যানিজিং কমিটির সদস্য মোহাম্মদ রুমন ফরাজী সহ সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সংগঠনের উদ্যোক্তা আল আমিন বলেন , “গ্রামের উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য । এই উদ্দেশ্য থেকেই আজকে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করেছি । তাছাড়া শিক্ষা ,সংস্কৃতি, অর্থনীতি সহ গ্রামের যেকোন উন্নয়নে সংগঠন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে” ।