চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গত রবিবার বাদ মাগরিব নরপতি সাহেব বাড়ীতে ইউনিয়ন আহ্বায়ক মোঃ কাতুব উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আহ্বায়ক সারোয়ার নেওয়াজ শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাস নেতা মোঃ আব্দুল হান্নান তালুকদার গোলাপ, আব্দুর রহমান বাবুল, শেখ মোঃ আব্দুস শুকুর, মোঃ সেলিম খান, মোঃ জুয়েল মিয়া, আব্দুল মতিন সর্দার, আঃ জাহির, আঃ হাই, আলম, আবু তাহের, আব্দুল হান্নান, মনজব আলীসহ জাসাসের নেতৃবৃন্দ। বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুনারুঘাট মাধবপুর আসনে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও উপজেলা নির্বাচনে চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানকে প্রার্থী হিসাবে দেখতে চান। তাই সকল দলীয় নেতাকর্মীদেরকে বেদাবেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান।