রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ বিশ্ব প্রামান্য এতিয্যের অসামান্য অর্জন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্র কন্ঠের সেই এতিহাসিক ৭ই মার্চের ভাষন ইউনেস্কো কর্তৃক আন্তজার্তিক স্বীকৃতি পাওয়ায় হবিগঞ্জেও হাজার হাজার নর-নারী রাজপথে ব্যাপক আনন্দ-উল্লাসে মেতে উঠে।
শনিবার জেলা প্রশাসনের আয়োজনে এই ‘আনন্দ উৎসব শোভাযাত্রা’র অংশ হিসেবে সকাল ১০ টায় এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, আওয়ামীলীগ নেতা শহীদ চৌধুরী এবং ৭১’এর বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নের্তৃত্বে হবিগঞ্জ শহরের রাজপথে জেলা ও পুলিশ প্রশাসনের সরকারী কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা-উপজেলা থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে আসা গ্রামাঞ্চলের সাধারন মানুষ সহ নানা পেশার অন্তত প্রায় ১০ সহ¯্রাধিক জনতা জেলার স্মরনকালের এই বনার্ঢ্য র্যালীতে অংশ নেয়।
শেখ মুজিবের সেই ৭ই মার্চের ভাষন ও স্থানীয় শিল্পকলা একাডেমীর কন্ঠ শিল্পীদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রেমে মাঠ কাপাঁনো দেশাত্মবোধক গানের পরিবেশন আর রং-বেরঙের ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে সাধারন মানুষ যখন প্রায় দু’কিলোমিটার লম্বা এই র্যালী এগিয়ে নেয় তখন শহরের প্রধান ও বেক রোডের পাশে দাঁিড়য়ে থাকা বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের মানুষ হাত উচিয়ে শুধু শুভেচ্ছা নয়,করতালি দিয়েও উৎসাহিত করে।
এ যেন এক অভূতপূর্ব দৃশ্য। এদিকে এই র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাস এলাকায় অবস্থিত নিমতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে হাজার হাজার মানুষের উদ্যেশ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে একই দিন রাতে স্থানীয় শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্পুকার বিতরন পর্বের আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মনীষ চাকমা, তার পত্মী…,পুলিশ সুপার বিধান ত্রিপুরা,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফজলুর রহমান পাবেল,অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরন দাশ গুপ্ত, দৈনিক প্রতিদিনের বানী সম্পাদক শাবান মিয়া, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সেক্রেটারী আবুল ফজল ও বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক সিদ্ধার্থ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ও পুলিশ প্রশাসন উর্ধ্বতন কর্মকর্তাদের পরিবারের সদস্যগণ সহ শত শত দর্শক।