চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগার ভবনে যুক্তরাষ্ট্রস্থ চুনারুঘাট এসোসিয়েশনের ইনক এর প্রদেয় ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক চুনারুঘাট সরকারী কলেজের মেধাবী শিক্ষার্থী কান্সারে আক্রান্ত জবা আক্তারের বাবা আমীন আলীর নিকট হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ চেক হস্তান্তর করেন।
আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মানিক মিয়ার সভাপতিতে গণপাঠাগারের অর্থ সম্পাদক এস,এম মিজানুর রহমানের উপস্থাপনায় ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মিলনের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, গগণপাঠাগারের উদেষ্টা আলহাজ্ব ডা. নুরুল ইসলাম ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আওয়াল, সাবেক সহকারি প্রধান শিক্ষক আব্দুস সামাদ, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল,লংলা আধুনিক ডিগ্রী কলেজের সহকারি অধ্যপক মাজহারুল ইসলাম রুবেল, চুনারুঘাট রিপোর্টার ইউনিটি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুদ, আশরাফ ট্রাভেল সত্ত্বাধিকারী হাজি আতাহার আলী, প্রেসক্লাবে সহ-সভাপতি মুহিত আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান স্বপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন পদক্ষেপ গণপাঠাগারের সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাজল।
এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সমাজ কল্যাণ সম্পাদক ও ধামালী সভাপতি এডভোকেট মুস্তাক আহমদ এবং প্রচার দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুউদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যসচিব মুহিতুল রহমান রুমন ফরাজি, জবা আক্তারের দাদা কাছম আলী, কৃষক লীগের সভাপতি শাহাজান চৌধুরী, শ্রমিক লীগের সেক্রেটারি আমীর হোসেন, চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটি সভাপতি সৌরাইজাম উৎপল সিংহ, সহ-সাধারণ সম্পাদক আল মোছাফ্ফা নিপু, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন রোহান, পাঠাগারের নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম ও নজরুল ইসলাম, জাহিদুল হক রিপন,আসিফ আমিন, রেজুয়ানা ইসলাম উপমাসহ গণপাঠাগারের সাধারণ সদস্য,পাঠক সদস্য প্রমুখ।
এদিকে চুনারুঘাট সরকারি কলেজের ব্যবসায় শিক্ষায় একাদশ শ্রেণীর ছাত্রী ব্রণ কানসারের আক্রান্ত মোছা: জবা আক্তারে ভারতে ভিসা পেয়েছেন এবং সপ্তাহে খানেকের মধ্যে ভারতে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা শুরু হবে। তার সাথে বাবা আমীর আলী যাবেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্টে হবিগঞ্জে চুনারুঘাট পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডে উত্তর আমকান্দি গ্রামে মোছা: জবা আক্তার ছয়মাস ধরে ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মেয়েটির বাবা কৃষক আমীন আলী তার চিকিৎসা ব্যয় নির্বাহ করে এখন অনেকটায় অসম্ভব হয়ে পড়েছিলো। পরে পদক্ষেপ গণপাঠাগার তার চিকিৎসার্থে বিভিন্ন স্থানে সাহায্যের আবেদন জানালে যুক্তরাষ্ট্রস্থ চুনারুঘাট এসোসিয়েশন ইনক উক্ত টাকা প্রদান করে।