এস এইচ টিটু : আগামী ২৮ ডিসেম্বর নূরপুর ও ব্রাম্মডুরা ইউনিয়ন পরিষদের নির্বাচন। চলছে প্রচার প্রচারণা।এলাকার গ্রামগঞ্জের পথে-প্রান্তরে, মাঠে-ঘাটে, চা-স্টলে, রাস্তাঘাট, হাট-বাজার ও প্রতিষ্ঠান প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।এ যেন এক উৎসবের আমেজে পরিণত হয়ে পড়েছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি, হাটে-বাজারে, অলি-গলি, চায়ের দোকানে গিয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে মেলে ধরছেন।অনেক প্রার্থী রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিরামহীনভাবে ভোটারদের দোয়া নিচ্ছেন। মাইকিং, গণসংযোগ এবং উঠান বৈঠক চলছে পুরোদমে।
অপরদিকে কে হবেন ইউপি চেয়ারম্যান তা নিয়ে সাধারণ ভোটাররা অঙ্ক কষছেন। তবে প্রার্থীদের সততা, যোগ্যতা, সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা-দীক্ষাসহ নানা দিক নিয়েও চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা।
তন্মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীরাও শেষ চমকের অপেক্ষার প্রহরণ গুণছে।পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সরগরম শুরু হয়েছে।
গত ৭ডিসেম্বর প্রতিক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা চোখের ঘুম /শারীরিক বিশ্রামকে পিছু ফেলে যে যার মতো আর কর্মদন করছেন সবার সাথে।পাড়া-গ্রাম-মহল্লাহ থেকে শুরু করে হাটে বাজারে চা-স্টলে ভোটারদের মাঝে চলছে আলোচনা পর্যালোচনা,কাকে ভোট দেয়া যাবে,কে ভাল কে মন্দ,পুরাতন প্রার্থী আর নতুণ প্রার্থীদের তুলনা করা হচ্ছে যোগ্যতা আর সততার সাথে।সাথে চলছে ক্ষমতা নিয়েও আলোচনা।কে কত কাজ করতে পারবে।শিশু -কিশোর থেকে শুরু করে সবার মাঝে ভোট কেন্দ্রীক একটা সতস্ফ্রুত আনন্দ যেন তারিয়ে বেড়াচ্ছে সবাইকে।সব কিছু মিলেই এলাকার সব জায়গায় ব্যাপক উৎসাহ আর ভোটের উজ্জল হাওয়া বিরাজ করছে।প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের কে নানা ভাবে বুঝিয়ে তাদের গ্রহন যোগ্যতা তুলে ধরে তার পক্ষে সর্মথন নেয়ার জন্য।
এদিকে ২টি ইউনিয়নে এবার মোট ১৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।