শংকর শীল,চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ কার্তিক – অগ্রহায়ণ দুই মাস হেমন্ত কাল। কার্তিক – অগ্রহায়ণ মাসে ঘন কুয়াশা ও শীতে কাঁপিয়ে উঠার কথা। তখন হেমন্তের শেষে শ্রাবণের বৃষ্টিধারা শুরু হয়েছে। সারাদেশ সহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গত দুই -তিন – চারদিন ধরে চলছে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আকাশে সূর্য উধাও হয়ে গেছে। নেই রোদের আলো। যে কারণে পাকা ধানের বিশাল ক্ষতি সাধ্য হয়েছে।
গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সারাদিনেই উপজেলার বিভিন্ন স্হানে বারিবর্ষণ ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। সাথে ছিল দমকা হাওয়া ও বৃষ্টিতে স্বস্তির আমেজ এলেও এই কয়েক দিনে বৃষ্টিতে উপজেলা বাসীর সঙ্গী কেবল ভোগান্তি।
চুনারুঘাট কৃষি অফিস সূত্রে পাওয়া, এই কয়েক দিনের বৃষ্টিতে পাকা আমন ধানের ব্যপক ক্ষতি হয়েছে। এছাড়াও সাক – সবজির চাষাবাদে ক্ষতি হয়েছে। এ বৃষ্টিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাসা -বাড়ি থেকে বেরুতে পারছেন না। যে কারণে ব্যবসায় মন্দা ভাব দেখা দিয়েছে।