শংকর শীল,চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট দূর্গাপুর (দত্ত বাড়িতে) শ্রীশ্রী কৃষ্ণকালী মাতার মন্দিরে শ্রীশ্রী কৃষ্ণকালী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১৫ই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত এ অনুষ্টানাদি চলবে। অনুষ্টানাদির মধ্যে – ১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ ও আলোচনা। বেলা ২.৩০মিঃ সময়ে ধর্মসভা পরিবেশনায় শ্রীযুক্ত গোবিন্দ লাল গোস্বামী ও শ্রীযুক্ত নিরঞ্জন গোস্বামী মৌলভীবাজার, বিকাল ৪ টায় লীলা কীর্ত্তন পরিবেশনায় সুপ্তা সম্প্রদায় সুনামগঞ্জ।
১৫ই ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টায় পূজারম্ভ, সকাল ৯ টায় শ্রীশ্রী চন্ডীপাঠ ও শ্রীশ্রী গীতাপাঠ পরিবেশনায় শ্রীযুক্ত কানাই লাল চক্রবর্তী সিলেট দুপুর ১টায় গণেশ বন্দনা ও মন্দির পরিক্রমা, দুপুর ১.৩০ মিঃ সময়ে ভোগরাগ, তৎপর মহা প্রসাদ বিতরণ, দুপুর ২.৩০ মিঃ সময়ে লীলা কীর্ত্তন পরিবেশনায় সুপ্তা সম্প্রদায় সুনামগঞ্জ, সন্ধ্যা ৫ টায় সন্ধ্যারতি ও গণেশ বন্দনা, সন্ধ্যা ৬ টায় পদাবলী কীর্ত্তন পরিবেশনায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ন সম্প্রদায় হবিগঞ্জ, রাত ৯টায় লীলা কীর্ত্তন শ্রীশ্রী সত্য নারায়ন সম্প্রদায় শ্রীমঙ্গল, রাত ১২ টায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ন সম্প্রদায় হবিগঞ্জ।
১৬ই ডিসেম্বর শনিবার ভোর ৫ টায় মন্দির পরিক্রমা সহকারে শ্রীশ্রী কৃষ্ণকালী মাতার পূজা সমাপন।