চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে একটি তালাবদ্ধ মাটির ঘরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় নগদ এক লাখ টাকাসহ সাড়ে ৫লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে বাড়ির মালিক সিএনজি চালক মোঃ বিল্লাল মিয়া গত ৩ ডিসেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত ১ ডিসেম্বর সন্ধা ৬টায় উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের বসতঘরের মালিক সিএনজি চালক মোঃ বিল্লাল মিয়া গত ১ ডিসেম্বর বিকাল ৩টায় তার স্ত্রী ও ছেলে সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি চলে যান। ঐদিন সন্ধ্যার সময় আমার ঘরের গৃহপালিত পশুসহ ঘরের ভিতরে রেখে দরজায় তালা লাগিয়ে চলে যান। পরে রাত সাড়ে ১১টায় দিকে বাড়ি ফেরার পথে এলাকার লোকজনের মুখে শোর-চিৎকার শুনতে পেয়ে বাড়িতে গিয়ে দেখতে পান তার বসত ঘরে আগুনে পুড়ে ছাই হয়েগেছে। এ সময় ঘরে থাকা আসবাপত্র, হাস, মোরগ, ছাগল, নগদ ১ লাখসহ সম্পূর্ণ ঘরের আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে বাড়ির মালিক বিল্লাল মিয়া জানান, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের অনুপস্থিতে কে বা কাহারা আমার ক্ষতি সাধনের হীন উদ্দেশ্যে আমার তালাবদ্ধ মাটির দেয়াযুক্ত টিনের সেডে ঘরের চারদিকে একযোগে আগুন লাগিয়ে দেয়। এ ব্যাপারে আমি পুলিশ প্রশাসনের নিকট সুবিচার প্রার্থী এবং প্রকৃত আসামীদের গ্রেফতার করতে জোর দাবী জানান।