হবিগঞ্জ প্রতিনিধি॥ নতুন বছরের শুরুতেই যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে তার জন্য রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের উদ্যোগে শিক্ষা উপকরণ হিসাবে জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে।
রবিবার দুুপুরে শহর সংলগ্ন এডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়ে এই উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট শরীফ উল্লাহ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ক্লাবের ক্লাব সার্ভিস ডাইরেক্টর এডভোকেট শাহ ফখরুজ্জামান, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সালেহ আহমেদ চৌধুরী ও সুলতান আহমেদ মারুফ।