চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের শ্রেচ্ছাশ্রমের ভিত্তিতে ছড়ার উপর একদিনেই কাঠের বীজ নির্মাণ করা হয়েছে।
গতকাল দিনব্যাপী উপজেলার শানখলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজস্ব অর্থায়নে কাঠের সেতুটি তৈরী করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য তরুণ সমাজকর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। জানা যায়, সুলতানপুরে ১০টি গ্রামের মানুষ প্রতিদিন ওই ছড়ার পানি দিয়ে ভিজে পারাপার হওয়া লাগত। একটি ব্রীজের অভাবে হাজার হাজার মানুষের কষ্টের শেষ ছিল না। তবুও দীর্ঘদিন ধরে কেউ সেখানে একটি ব্রীজ নির্মাণে সঠিক কোনো পদক্ষেপ না নেয়ায় সাধারণের দূর্ভোগ দিনকে দিন বেড়েই চলছিল।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছড়ার পানিতে ভিজে পারাপার হতো। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করতে বাড়তি দূর্ভোগ পোহাতে হয়। জনসাধারণের ভোগান্তি দূর করতে গত শনিবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নিঃস্বার্থ উদ্যোগ স্থানীয়দের স্বস্তির নিঃশ্বাস নিতে ভূমিকা নিয়েছে। ব্রিজ নির্মাণ করার পর চলাচলে সুবিধে হয়েছে বলে স্থানীয়রা জানান। চা-বাগান অধ্যূষিত এলাকার মানুষের পারাপারে ছড়াটির উপর দীর্ঘ দিন যাবত ব্রিজ না থাকায় লোকজন সীমাশূণ্য কষ্টে দিন-যাপন করছিল। ব্রীজ নির্মাণ হওয়ায় স্থানীয় জনতাসহ চা-বাগানের বসবাসরত শ্রমিকদের মাঝে ব্যাপক আনন্দ-উদ্দীপনা দেখা গেছে। ব্রিজ নির্মাণকাজে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছ, সমাজসেবক সাইফুল ইসলাম চৌধুরী লিটন, সৈয়দ মাসুক আহমেদ, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক সোহাগ মিয়া, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সমরাট মিয়া, উপজেলা ছাত্রলীগের সদস্য জুনাইদ মিয়াসহ নেতাকর্মীরা। প্রসঙ্গত, তিনি ইতোমধ্যে উপজেলার ২৬টি ঝুঁকিপূর্ণ রাস্তার সংস্কার কাজ ও ৪টি কাঠের ব্রিজ নির্মাণ সম্পন্ন করেন।
এদিকে ওই দিন ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে ডেওয়াতলী গ্রামের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও মহিমাউড়া সুন্নীয়া দাখিল মাদ্রসার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় এবং উলুকান্দি গ্রামে ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন।