শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ পৌর শহরে একটি কম্পিউটার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে নগদ ৫৫ হাজার টাকা ও বাংলালিংক কোম্পানীর একটি ট্যাব চুরি হয়েছে ।
বুধবার দিবাগত রাতে শহরের গার্লস স্কুল রোডে চৈতী ম্যানশনে সুভাষ কম্পিউটার এন্ড বিকাশ সেন্টারে এ ঘটনা ঘটে।
দোকান মালিক সুভাষ দেবনাথ জানান, সাটারের তালা ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে বিকাশ, ফেক্সিলোডের ৫৫ হাজার টাকা ও একটি ট্যাব নিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল, খায়রুল আলম মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী প্রবন পাল, মার্কেটের পরিচালক রায়হান আহমেদ ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ঘটনাস্থল পরিদর্শন করেন।
একই মার্কেটের ব্যবসায়ী পৌর কাউন্সিলর সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।