চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারস্থ ভূঁইয়া কম্পিউটার ট্রেনিং সেন্টারের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় রানীগাঁও ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভূঁইয়া কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ মামুনুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ট্রেনিং সেন্টারের শিক্ষক মোঃ শাহিন মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ ফরিদ উদ্দিন তালুকদার, রানীগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল মোনীম চৌধুরী ফারুক, চাটপাড়া ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ রহমত আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও রানীগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মাসুক মিয়া মাষ্টার, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া, নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান তালুকদার, ইউপি সদস্য মোঃ সিরাজ আলী, ইউপি সদস্য আব্দুল জব্বার, আতাহার আলী সরকার, চাটপাড়া ফাযিল মাদ্রাসার প্রভাষক আবুল হাসান, প্রভাষক আবুল কাশেম, ব্র্যাক কর্মকর্তা অল্লিকা রানী দাস, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ভূঁইয়া কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী মোঃ আলাল মিয়া, নাহিদ আহমেদ, নজরুল ইসলাম, ফয়েজ রাব্বানী, পাভেল মিয়া, সরকার মোহাম্মদ ফুয়াদ সহ ৩৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা। দোয়া ও মিলাদ পরিচালনা করেন- রানীগাঁও দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুস সালাম ও মাওঃ আবুল হাসান।