স্টাফ রিপোর্টার ॥ লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজকে সরকারিকরণ করায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে লাখাইবাসী ও লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের ব্যানারে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে দলমত নির্বিশেষে সহশ্রাধিক লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে কলেজটিকে সরকারিকরণ করায় এমপি আবু জাহিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, মসজিদ মন্দিরের উন্নয়ন, বলভদ্র সেতু নির্মাণ এবং হবিগঞ্জ-লাখাই সড়কে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যবস্থাসহ অসংখ্য উন্নয়ন সম্পাদন করেছেন তিনি। এবার লাখাই মুক্তিযোদ্ধা কলেজটিকে সরকারিকরণ ঘোষণা করায় লাখাইবাসী এমপি আবু জাহিরের মাধ্যমে আবারো শেখ হাসিনার একটি বিশেষ পুরস্কার পেয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আগামীতেও এডভোকেট আবু জাহিরকে এমপি হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির নেতাদের মন্ত্রী বানিয়ে গাড়িতে পতাকা লাগিয়ে তাদের পুরস্কৃত করেছেন, সে আর যাই হোক মুক্তিযোদ্ধা হতে পারে না। বিএনপি’র কর্মকান্ডেই প্রমাণিত হয়েছে জিয়াউর রহমান জাতির পিতার হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসাবে কাজ করেছেন। স্বাধীনতা ও জাতির বিপক্ষের শক্তির কারো নামে কোনো প্রতিষ্ঠান সরকারিকরণ হতে পারে না। তাই এই কলেজটিকে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ নামে নামকরণের মাধ্যমে সরকারিকরণ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামূল হক মামুন, কলেজের শিক্ষক জাবেদ আলী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামূল মজিদ চৌধুরী শাকীল, বামৈ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী, লাখাই মুক্তিযোদ্ধা কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আলম, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি হাফিজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক মোল্লা মোঃ আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউছার আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট খোকন চন্দ্র গোপ, কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাউছার আহমেদ, ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীরা সংবর্ধিত ব্যক্তিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে কলেজের অধ্যক্ষ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।