চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় পৌর শহরে র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাহমিদা ইয়াছমীন, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় সম্পাদক সফিউল আলম ভিপি মানিক, চুনারুঘাট কর্মকর্তা খাদ্য (ভারপ্রাপ্ত) বেনু গোপাল দাস, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী আঃ সামাদ আজাদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সক্রেটারী খন্দকার আলাউদ্দিন, স্কাউট লিডার আকরামুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল আউয়াল, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী, সেক্রেটারী মুজিবুর রহমান, ডিলার ফয়সাল চৌধুরী, বেলাল আহমেদ, আসাদুজ্জামান রুবেলসহ আরও অনেকই।